How to be everyone's Favourite Person
একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের কাছে প্রিয় হওয়াটা এতো সহজ না। কারন হিংসা পূর্ণ মানবজাতী একে অন্যকে খুব কমই সহ্য করতে পারে। তারপরেও আমাদের প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয় কিভাবে অন্যের প্রিয় পাত্র হওয়া যায়। প্রিয় হতে হলে যেসব গুন একজন মানুষের মধ্যে থাকতে হয় তা সবাই ধরে রাখতে পারে না। তবুও যদি আপনি কারও প্রিয় মানুষের খাতায় আপনার নাম লেখাতে চান তাহলে কিছু জিনিস আপনার মধ্যে থাকা আবশ্যক। চলুন জেনে নেয়া যাক কি কি গুন থাকলে আপনি যেকারো প্রিয় মানুষ হতে পারবেন।
> যেকারো সাথে দেখা হলে আগে সালাম প্রদর্শন করতে হবে। ছোট বড় চিন্তা করা যাবে না। সবার সাথে সালাম দিয়ে কুশল বিনিময় করতে হবে।
> যার সাথে কথা বলবেন আদবের সাথে তার, তার পরিবার সম্পর্কে খোজ নিতে হবে।
> শারীরিক, সামাজিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। কখনই আর্থিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা যাবে না।
আরও পড়ুনঃ কিভাবে নিজেকে পরিবর্তন করবেন?
> যার সাথেই কথা বলবেন হাসি মুখে কথা বলতে হবে।
> কথা বলার সময় শুধু নিজে বললেই হবে না, অন্যকেও বলার সুযোগ দিতে হবে।
> কথা বলার হয় কখনই নিজেকে জাহির করা যাবে না। এটা অনেকেই পছন্দ করে না।
> অন্যের কথা ও সিদ্ধান্তকে মূল্যায়ন করতে হবে। নিজের কথায় অনড় থাকা যাবে না।
> যখন কারও সাথে সাথে কথা বলবেন চোখের দিকে তাকিয়ে গুছিয়ে কথা বলুন। গোছানো কথা শুনতে সবাই পছন্দ করে।
> কেউ সমস্যায় পরলে বা বিপদে পরলে উপকার করুন। উপকারের প্রতিদান চাওয়া যাবে না।
> সমস্যায় জর্জরিতদের মানষিকভাবে সান্ততা দিন। মনে রাখবেন যারা অন্যকে কোন মানুষকে মানষিকভাবে সান্ততা দেয় সেই মানুষকে কেউ ভুলে না।
> কেউ কোন ভাল কাজ করলে প্রশংসা করুন।
> কেউ যখন আপনাকে কিছু বলবে সেটা মনোযোগ সহকারে শুনুন এবং তার কথার সাথে উত্তর দিন।
> বিশাসী মানুষকে বিশ্বাস করতে শিখুন। তারাও আপনাকে বিশ্বাস করবে।
> কেউ কিছু বললে ওয়াদা করতে শিখুন এবং ওয়াদা রক্ষা করুন। মনে রাখবেন ওয়াদা রক্ষা পালকারী ব্যাক্তিরা সবার কাছে প্রিয়, হোক সে আপনার শত্রু।
> নিজেকে পরিপাটী রাখুন। পরিষ্কার জামা কাপড় পরিধান করুন।
এমন কোন কাজ করা যাবে না যা অন্যের কাছে দৃষ্টিকটু। কারও মনে অযথা কষ্ট দেয়া থেকে বিরত থাকতে হবে। নিজেকে অন্যের মাঝে খুজুন। বিখ্যাত ব্যাক্তিদের জীবন-আদর্শ নিজের জীবনে প্রতিফলন করান। এভাবে নিজেকে অন্যের প্রিয় ব্যাক্তি হিসেবে গড়ে তুলতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন