কাকড়া বিছের বাচ্চারা কেনো মা বিছে-কে খেয়ে ফেলে

পিঠে থাকা অবস্থায় বাচ্চারা তাদের মা-কে খেতে শুরু করে।




মরুভূমির প্রাণীদের মধ্যে অন্যতম বিষাক্ত হচ্ছে কাকড়া বিছে। যার ইংরেজী নাম Scorpion। একটি কাকড়া বিছে এতোটাই বিষাক্তযে, যেকোন প্রাণীকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই মেরে ফেলতে পারে। কাকড়া বিছে যখন কাওকে আক্রমন করে তখন লেজে তার থাকা  হুর ঢুকিয়ে দেয় যাতে থাকে টেট্রোডোটোক্সিন নামে এক ধরনের বিষ। যা নিমেষেই মানুষ সহ যেকোন প্রাণীকে মেরে ফেলতে সক্ষম। কাকড়া বিছের প্রায় ১০০ থেকে ১২০ ধরনের প্রজাতি রয়েছে। প্রজাতিগুলুর মধ্যে উল্লেখযগ্য হলো স্পডেট কাকড়াবিছে, গ্রীন কাকড়াবিছে, ব্লু কাকড়াবিছে, গোল্ডেন কাকড়াবিছে ইত্যাদি।


আরও পড়ুন: কাকড়া বিছের ১ লিটার বিষের মূল্য শত কোটি টাকা


কাকড়া বিছের এমন ভয়ানক রুপের পেছনে তাদের জীবনের এক করুন কাহিনী রয়েছে। কাকড়া বিছে যখন বাচ্চা জন্ম দেয় তখন তাদের বাচ্চারাই মা বিছেকে খেয়ে ফেলে। একজন মা কাকড়া বিছে একবারে পাচ থেকে ছয়টি বাচ্চা দেয়। জন্মের পর মা কাকড়া বিছে সন্তানদের নিজের পিঠে লালন করে। পিঠে থাকা অবস্থায় বাচ্চারা তাদের মা-কে খেতে শুরু করে। এভাবে বাচ্চারা বড় হতে হতে তাদের মা-কে সম্পূর্ন খেয়ে নেয়।

আসলে  মা কাকড়া বিছে তাদের সন্তানদের জন্য খাবার যোগান দেয় না। মায়ের পিঠে অবস্থান কালে তারা ধীরে ধীরে নিজের মায়ের পুরু শরীর খেয়ে নেয়। এটাই কাকড়া বিছেদের জীবন ধারা। একটা মা কাকড়া বিছে কেবল একবার বাচ্চা জন্ম দিতে পারে। কারন দ্বিতীবার বাচ্চা জন্ম দেয়ার জন্য তারা আর জীবিত থাকে না। বাচ্চাদের হাতে নিশ্চিত মৃত্যু জেনেও কাকড়া বিছেরা বাচ্চা জন্ম দেয়।

Post a Comment

নবীনতর পূর্বতন