সূর্য্যের আলো নিভে গেলে পৃথিবীর কি হবে?




সূর্য্য, আমাদের পৃথিবীসহ সৌর জগতের সকল গ্রহের আলোর উৎস। সূর্য না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে থাকতে পারবে না। তবে আপনার মনে কখনও এমন প্রশ্ন এসেছে কি? সূর্য না উঠলে আমাদের বাসযোগ্য পৃথিবীর অবস্থা কেমন হবে? সূর্য যদি নিভে যায় তাহলে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু তা কি হঠাৎ করে ঘটবে? মোটেও না।


সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে ৮ মিনিট ১৯ সেকেন্ড সময় লাগে। তার মানে হলো আমরা সূর্যকে ঠিক ৮ মিনিট ১৯ সেকেন্ট পরে দেখি। অর্থাৎ আমরা কখনই সূর্যের বর্তমান অবস্থা দেখতে পাই না। আসলে আমরা কোন বস্তুরই বর্তমান অবস্থা দেখতে পাই না। এটা একটা মজা বেপার। বিস্তারিত পড়তে নিচের পোষ্ট পড়তে পারেন।


আরও পড়ুনঃ বর্তমান দেখা অসম্ভন কেনো?


মূল টপিকে আসা যাক। সূর্যের আলো যদি ফুরিয়ে যান তাহলে পৃথিবী অন্ধকার হয়্র যাবে। ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা মারাত্মক ভাবে কমতে থাকবে। কমতে কমতে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এলে মানুষ মরতে শুরু করবে। আলোর অভাবে গাছ-পালার সালোকসংশ্লেষণ প্রকৃয়া বন্ধ হয়ে যাবে ফলে গাছও মরতে শুরু করবে। ফলে পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইড বাড়তে শুরু করবে।


তাপমাত্রায় হ্রাস পাওয়ার ফলে সমুদ্রের উপরিভাগ বরফে পরিনত হবে। ভয়াবহ য্র ঘটনাটি ঘটবে তা হলো, সৌর জগতের সব গুলু গ্রহ সূর্যের ব্যারিসেন্টারকে কেন্দ্র করতে ঘুরছে এবং পরস্পরকে মহাকর্ষ ও অভিকর্ষ বল দ্বারা একে অপরকে আকর্ষণ ও বিকর্ষণ করছে।  সূর্য নিভে গেলে বা আলো ফুরিয়ে গেলে তার মহাকর্ষ বল নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে সৌরজগত থেকে সকল গ্রহ ছিটকে সৌরজগতের বাইরে চলে যাবে।


উপরে আপনারা হয়তো ব্যারিসেন্টার নামে একটা শব্দ পরেছেন। আমরা ছোট বেলা থেকে পড়ে এসেছি সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহ ঘুরছে বা সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারপাশে প্রদক্ষন করছে। এই তথ্যটি আসলে ভুল। গ্রহগুলু একে অন্যের ব্যারি সেন্টার-কে কেন্দ্র করে ঘুরছে। ব্যারি সেন্টার কি তা নিয়ে পরবর্তী আর্টিকেলে আলোচনা করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন