যে ধাতু বাকালে নিজেই সোজা হতে পারে

নাইটিনল। নাইটিনল ধাতু। নাইটিনল ধাতুর বৈশিষ্ট্য।


কোন একটি লোহার রড বা অন্য কোন ধাতু একবার বাকালে সেটাকে সোজা করা এতো সহজ নয়। বাকানো ধাতুকে সোজা করতে হলে প্রচুর শক্তি ও সময় ব্যয় করতে হয়। যেমন ছোট একটুকরো লোহা দন্ডের কথাই ধরা যাক। লোহার দন্ডটিকে যত সহজে বাকানো বা ব্যান্ড করা যাবে তার চেয়ে অধিক গুন সময় ও শক্তি ব্যা করে এটিকে সোজা করতে হবে।



তবে আমাদের প্রকৃতিতে এমন একটি অসাধারন বৈশিষ্ট্যপূর্ন ধাতু রয়েছে যেটিকে বাকানোর পর অল্প পরিমান তাপ প্রয়োগ করা হলে এটি আগের অবস্থায় ফিরে আসে। ধাতুটির নাম হলো নাইটোনল। এই নাইটিনল এমন বৈশিষ্ট্য সম্পন্ন ধাতু যেটিকে যেকোন শ্যাপে বাকা করার পর খুবই অল্প তাপ প্রয়োগ করলে এটি আবার আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ বলা যেতে পারে এটি তার অতীতকে মনে রাখতে। নাইটিনল তার প্রাথমিল শ্যাপ মনে রাখতে পারে একে বলা হয় শ্যাপ ম্যামোরি এলয়।



নাইটিনলের আরও একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এর সুপার ইলাষ্টিসিটি। এর অনন্য বৈশিষ্টের কারনে মেডিকেল ডিভাইস থেকে শুরু করে ভিন গ্রহের বিভিন্ন মিশনে নাইটিনল ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে গাড়ির চাকা সহ দৈনন্দিন জীবনে, গবেষনা ডাক্তারি বিদ্যায় এক ব্যাপক ব্যবহারের সম্ভাবনা রয়েছে।




Post a Comment

নবীনতর পূর্বতন