রাশিয়ান মাইক্রোজব থেকে টাকা ইনকাম
আপনার হাতে মোবাইল থাকলে ও দৈনিক অবসর সময়ে আজকের সাইটে দুই থেকে তিন ঘন্টা কাজ করে $7 ডলার ইনকাম করতে পারবেন। আজ আপনাদের সাথে খুবই বিশ্বস্ত একটা রাশিয়ান মাইক্রোজব সাইট শেয়ার করবো। ছোট ছোট কাজ করে ভাল পরিমান ইনকাম করা যাবে। আপনারা আমার Android Teacher ব্লগ সাইটে বেশিরভাগ ফ্রি সাইট পাবেন। সেয় ধারাবাহিকতায় এই ব্লগেও প্রতিনিয়ত ফ্রি ইনকাম সাইট শেয়ার করবো। এসব মিক্রোজব সাইটে ফুল টাইম কাজ করতে হয় না। হ্যা তবে পার্ট টাইম বলতে পারেন বা কজের ফাকে বা অবসর সময়ে মোবাইল বা কম্পিউটার দিয়ে কাজ করা যেতে পারে। চলুন আজকের সাইট সম্পর্কে বিস্তারিত জানি।
আজ খুবই বিশ্বস্ত একটা রাশিয়ান সাইট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সাইটে সব সময় ৩ হাজারেরও বেশি কাজ সব সময় থাকে। তার মানে বুঝতেই পারছেন কি পরিমান ইনকাম এই সাইট থেকে ইনকাম করা সম্ভব। আপনি যদি রাশিয়ান ইনকাম সাইট গুলুকে লিষ্ট করেন তাহলে আজকের সাইট থাকবে প্রথম ১০-এ। যাই হোক সাইট সম্পর্কে বিস্তারিত জানার আগে যেহেতু কাজ করার জন্য পোষ্টে ক্লিক করেছেন তাই আগে একটা একাউন্ট খুলে নিন। একাউন্ট খোলার জন্য দেয়া বাটনে ক্লিক করুন।
নিশ্চই এতক্ষনে আপনার একাউন্ট খোলা হয়ে গেছে। এখন বলা যাক কি কি কাজ করে ইনকাম করা যাবে। এই সাইটে অনেক ক্যাটাগোরির কাজ আছে। সব ক্যাটাগোরি মিলিয়ে দৈনিক তিন থেকে সাড়ে তিন হাজার কাজ থাকে। এক নজরে দেখে নেয়া যাক কোন কোন ক্যাটাগোরির কাজ পাবেন।
- Posting, articles
- Installing applications
- Registration with activity
- Registration without activity
- Surfing
- Clicks
- Messengers
- Social networks
- YouTube
- Rutube
- Yandex Zen
- Google Maps Reviews
- Reviews
- Notice boards
- Marketplaces
- Wildberries
- Ozon
- Finance, banks
- Captcha
- Other
আপনি চাইলে নির্দিষ্ট ক্যাটাগোরি সিলেক্ট করে পছন্দ মত কাজ বেছে নিতে পারেন। তবে আমি মনে করি তার কোন দরকার হবে না। কারন সকল কাজই সহজ। শুধু কাজের বর্ননা একটু ভাল করে পড়ে বুঝে নিতে হবে। এখানে হাই পেমেন্ট থেকে শুরু করে লো পেমেন্টের কাজ আছে। যদি আপনি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আমি পরামর্শ দিবো সর্ব প্রথম ছোট পেমেন্ট কাজ দিয়ে শুরু করবেন। এতে আপনার প্রাথমিক দক্ষতা কাজে লাগিয়ে নির্ভুল কাজ করবেন। এরপর ধীরে ধীরে ১০ টাকা ও এর চেয়ে বড় পেমেন্টের কাজ শুরু করবেন।
কিভাবে Taskpay থেকে উইথড্র করবেন?
আপনার একাউন্টে ১০০ রাবেল জমা হলে উইথড্র করতে পারবেন। PAYEER এর পাশাপাশি Bank Card এর মাধ্যমে উইথড্র করা যাবে। PAYEER এর মাধ্যম ১০০ রাবেল হলে উইথড্র করা যাবে এবং Bank Card এর মাধ্যমে উইথড্র করা যাবে ৫৯০০ রাবেল হলে। তাই PAYEER এর মাধ্যমে উইথড্র করা উত্তম। এরপর PAYEER থেকে বাইনান্স বা এয়ারটিএম এ ট্রান্সফার করে বিকাশ নগদের নিয়ে পকেটে আনা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন