পৃথিবীর মত নতুন গ্রহ, আমাদের অতি নিকটে



যারা Interstellar মুভিটি দেখেছে তাদের নতুন পৃথিবী সন্ধান নিয়ে অনেক কিছু যানা আছে। মুভিটিতে দেখানো হয়েছে পৃথিবী ধ্বংস হওয়া ও নতুন পৃথিবীর সন্ধান করা। পৃথিবী ধ্বংস হলেও মানব জাতি যাতে নিশ্চিন্ন হয়ে না যায় মূলত সেই কাহিনীর উপর ভিত্তি করে নির্মান করা হয়েছিলো Interstellar মুভি।



তবে নতুন পৃথিবীর সন্ধান শুধু সিনেমাতেই সিমাবদ্ধ নেই। বাস্তবে আধুনিকা বিজ্ঞানের কল্যানে নতুন পৃথিবী সন্ধান চলছে। বিভিন্ন সময় বিভিন্ন পৃথিবীসম গ্রহ খুজে পাওয়া গেলেও সেগুলু বর্তমান পৃথিবী থেকে শত বা হাজার কোটি আলোকবর্ষ দূরে। তবে কিছু দিন আগে বিজ্ঞানীরা এমন এক নতুন গ্রহের সন্ধান পেয়েছে যা আমাদের সৌরজগত থেকে খুব কাছে অবস্থিত। আমাদের সূর্য থেকে এই সৌরমন্ডলের দূরত্ব মাত্র ৭৫ আলোকবর্ষ। 



নতুন এই গ্রহের সৌরজগত ও তার দুইটি গ্রহের সন্ধান বিজ্ঞানীরা আগেই পেয়েছিলো। তবে এবার একই সৌরজগতের তৃতীয় গ্রহের সন্ধান পেয়েছে। ধারনা করা হচ্ছে পৃথিবীর মত এই গ্রহটি তার সূর্যের খুব কাছে অবস্থিত। গ্রহটি খুব দ্রুত তার সূর্যকে প্রদক্ষিন করে। বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন HD-63433।


Post a Comment

নবীনতর পূর্বতন